সালমা আক্তার : [২] চৈত্রের শেষ কিংবা গ্রীষ্মের শুরুতে বাজারে দেখা মেলে কাঁচা আমের। তবে এবার মাঘের শুরুতেই টেকনাফের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে কাঁচা আম। অসময়ের এই ফল বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। [৩] গতকাল টেকনাফ বাসস্ট্যান্ডের রাস্তার পাশে ফুটপাতে বসে কাঁচা আম বিক্রি করছেন ফরিদুল আলম। ক্রেতাদের নজর কাড়তে আমগুলোকে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছেন। দাম বেশি হওয়ায় কেউ কেউ একটি-দুটি করে কিনছেন। [৪] টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্দু রায় বলেন, কিছু বারোমাসি আম আছে, বছরে তিনবার ফলন হয়। সম্পাদনা : হাসান হাফিজ