ফাহাদ ইফতেখার: [২] আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারইয়াবে বিক্ষোভ দমনে সেখানে সশস্ত্র সামরিক কুচকাওয়াজ করেছে তালিবান। এর পাশাপাশি প্রদেশজুড়ে মোতায়েন করা হয়েছে তালিবান রক্ষীবাহিনীর শতাধিক সদস্য। এএফপি
[৩] সোমবারের এক প্রতিবেদনে বার্তাসংস্থাটি জানায়, রোববার প্রাদেশিক রাজধানী মায়মানাতে এই কুচকাওয়াজ করা হয়েছে। [৪] সংস্থাটি আরো জানায়, একটি অপহরণের ঘটনার সঙ্গে সেখানকার তালিবানের এক কমান্ডারের যুক্ত থাকার অভিযোগকে ঘিরে কয়েকদিন আগে বিক্ষোভ শুরু হয় ফারইয়াবে।
[৫] এই ঘটনাকে কেন্দ্র করে ফারইয়াবের পশতুভাষী আফগান ও উজবেক বংশোদ্ভূতদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ি পড়ে এবং এক পর্যায়ে প্রদেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শুরু হয় সংঘাত।এসব সংঘাতে দুই গোষ্ঠীর বেশ কয়েকজন হতাহত হয়েছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব