ফাহাদ ইফতেখার: [২] করোনাভাইরাসের অতি-সংক্রামক ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে নেপাল। সোমবার থেকে দেশটিতে বুস্টার ডোজের প্রয়োগ শুরু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। রয়টার্স [৩] নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ছয় মাসের মধ্যে দেশটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৯৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৫৫ হাজার ২০৬ জন। এছাড়া মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৬২০ জন। [৪] মন্ত্রণালয় আরো জানিয়েছে, সোমবার থেকে আগামী এক সপ্তাহের জন্য শুধুমাত্র দেশটির সম্মুখসারির কর্মীরা বুস্টার ডোজ পাবেন। সম্পাদনা : মোহাম্মদ রকিব