ফাহাদ ইফতেখার: [২] ব্রিটিশ সংবাদপত্র দ্য মেইল অন সানডে এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টার বিবিসি একটি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার বিবিসির ভিউয়ার্সরা যে সাবস্ক্রিবশন ফি দেয় তা দুই বছরের জন্য স্থগিতের আদেশ দিয়েছে। ডয়চেভেলে
[৩] সংস্কৃতি সচিব নাদিন ডরিসে বলেন, ফি-প্রদান দুই বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্তে বিবিসির প্রায় ২ বিলিয়ন ইউরোর সংকটে পড়বে।
[৪] এক টুইট বার্তায় ডরিসে বলেন, এখনই সময় এসেছে তহবিল, সহায়তা এবং ব্রিটিশ পন্য বিক্রি করার নতুন উপায় নিয়ে আলোচনা করার এবং বিতর্ক করার। সম্পাদনা: মোহাম্মদ রকিব