তাপসী রাবেয়া: [২] তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার ড. এ কে আবদুল মোমেন এ কথা বলেন। [৩] তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা, এমনকি সংসদ সদস্যরা বলেছেন, স্থানীয় প্রশাসন কিংবা অন্য সরকারি অফিস অনেক সময় সেই ধরনের সম্মান দেয় না।
[৪] পররাষ্ট্রমন্ত্রী বলেন,এক কোটির বেশি প্রবাসী বিদেশে আছেন। তাঁদের অভিযোগ, তাঁরা ঠিকমতো পাসপোর্ট পান না, পুলিশের ছাড়পত্র হয় না। সময়মতো বিবাহসনদ, জন্মসনদ হয় না। অনেক সময় দেশে এলে হয়রানি করা হয়। তাঁদের ভূমি অনেকে বেদখল করে ফেলে। তাঁদের মরদেহ আনতে অনেক সময় ঠিকমতো তথ্য পাওয়া যায় না। এ জন্য আমরা আশা করি এ বিষয়ে ডিসিরা অনেক বেশি সংবেদনশীল হবেন। সম্পাদনা: হাসান হাফিজ