মাসুদ আলম: [২] মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবের সামনে গাড়ির কাগজ পরীক্ষার সময় এক ট্রাফিক সদস্যদের উদ্দেশে টাকা ছুঁড়ে দেন ওই চীনা নাগরিক। বিষয়টি নিয়ে গাড়ির চালকের সঙ্গে কথা বলেছে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ। ট্রাফিক সদস্যের বুকে থাকা ক্যামেরার ফুটেজ দেখে কর্তব্যরত টিএসআই ও অন্য ট্রাফিক সদস্যের কোনো দোষ পাওয়া যায়নি। ট্রাফিক সদস্যরা কোনো টাকাও চাননি।
[৩] তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি সাহেদ আল মাসুদ বলেন, সেদিন কী ঘটেছিল, তা জানতে তদন্ত করা হচ্ছে। ওই চীনা নাগরিক পরবর্তীতে লিখিতভাবে ঘটনার কারণ দর্শাবেন এবং ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন। ওই চীনা নাগরিক সিএলএক্স নামে একটি গার্মেন্টসে চাকরি করেন। ঘটনার দিন তিনি একটি প্রাইভেটকারে করে অফিসে যাচ্ছিলেন। পরে রাওয়া ক্লাবের সামনে কর্তব্যরত টিএসআই তার গাড়ি থামিয়ে চালকের কাছে কাগজপত্র দেখতে চান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব