শাহীন খন্দকার: [২] বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে তিন লাখ ৩৬ হাজার ডোজ টিকা এসে পৌছেছে। যুক্তরাষ্ট্রের কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেয়েছে বাংলাদেশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. শামসুল হক।
[৩] উল্লেখ্য, জনসনের এটি এক ডোজের টিকা। বাংলাদেশে যত টিকা দেওয়া হচ্ছে তার সবগুলোই দুই ডোজের। জনসনের এই টিকা রেফ্রিজারেটরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। কোনো ফ্রিজারের প্রয়োজন হয় না। সম্পাদনা: হাসান হাফিজ