সুমাইয়া মিতু: [২] বৃহস্পতিবার লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ জানায়, ভারতীয় পণ্যের জন্য বিখ্যাত আনারকলি বাজারের ঐ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে ২০ জন এবং তাদেরকে ময়ো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে চার জনের আবস্থা গুরুতর। এছাড়াও বেশ কয়েকটি মোটরসাইকেল, দোকান ও দালানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এনডিটিভি
[৩] লাহোরের ঐতিহাসিক প্রাচীর শহরের কাছে বিস্ফোরণস্থলে সাংবাদিকদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ অপারেশন ডক্টর মোহাম্মদ আবিদ সাংবাদিকদের বলেন, কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরণের প্রকৃতি পরীক্ষা করছেন। সম্পাদনা : মোহাম্মদ রকিব