মামুন হোসেন: [২] বৃহস্পতিবার খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ দাবি জানান। তিনি বলেন, বিএনপি লবিস্ট নিয়োগের সিদ্ধান্ত কখনও নেয়নি। লবিস্ট নিয়োগ করার প্রয়োজনও বোধ করেনি।
লবিস্টগণ যেসব কথা বলবেন, বিএনপি নেতৃবৃন্দ তা
নিজেরাই বলে থাকেন এবং তাও গোপনে না, প্রকাশ্যে। তাই বিএনপি যদি লবিস্ট নিয়োগ করে থাকে, তাহলে সরকারকে প্রমাণ দিতে হবে। [৩] তিনি বলেন, হাজার হাজার গায়েবী মামলা দায়েরের মতো দুই মন্ত্রী গায়েবী তথ্য দিয়ে কল্পিত লবিস্ট ফার্মের সংখ্যা এবং ব্যয়িত অর্থের পরিমাণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে ফেঁসে গেছেন । সম্পাদনা: হাসান হাফিজ