আনিস তপন : [৩] বৃহস্পতিবার ডিসি সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী জাহিদ মালেক।
[৪] তিনি বলেন, বিয়ে-শাদি, রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এখন বন্ধ রাখতে হবে। করোনাভাইরাসের (ওমিক্রণ) সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত ১১ দফা বিধিনিষেধের মধ্যে এসব অনুষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। ল্যান্ডপোর্ট, সিপোর্ট, এয়ারপোর্টে স্ক্রিনিং চলছে। যাতে কেউ ফাঁকি দিতে না পারে, সে বিষয়ে নজরদারি করতে বলা হয়েছে। কোয়ারেন্টিন অনেক সময় ঢিলেঢালা হয়। কোয়ারেন্টাইনে যারা আছেন, অনেক সময় তারা ফাঁকফোকর দিয়ে বের হয়ে অন্যকে সংক্রমিত করে। বলা হয়েছে, কোয়ারেন্টাইন ঠিকমতো হয় কিনা তাও নজরদারিতে রাখতে। সম্পাদনা: হাসান হাফিজ