মামুন হোসেন : [২] ইউনিভার্সিটি অফ মিশিগান বুধবার বলেছে, তারা ১ হাজারেরও বেশি আভিযোগের দাবি নিষ্পত্তির জন্য এই ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি স্বীকার করেছে, তাদের দীর্ঘদিনের ক্রীড়া চিকিৎসক শিক্ষার্থী ও স্টাফদের বহু বছর ধরে যৌন নির্যাতন করেছে। ওয়াশিংটন পোষ্ট
[৩] প্রাক্তন ফুটবল খেলোয়াড়সহ প্রায় ১,০৫০ জন দাবি করেন, রবার্ট ই অ্যান্ডারসন নমের ঐ ক্রীড়া চিকিৎসক শারীরিক পরীক্ষার সময় তিনি অপ্রয়োজনীয়ভাবে মলদ্বার এবং যৌনাঙ্গ পরীক্ষার মাধ্যমে তাদের শ্লীলতাহানি করেছিলেন।
[৪] অ্যান্ডারসনের আচরণের কেলেঙ্কারি ২০২০ সালে প্রকাশ্যে আসে। অ্যান্ডারসন, যিনি ১৯৬৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্টাফ ছিলেন, ২০০৮ সালে মারা যান। বেঁচে থাকা ব্যক্তিরা তদন্তকারীদের বলেছেন, তারা ডাক্তারের বিষয়ে কোচ, প্রশিক্ষক এবং প্রশাসকদের কাছে বারবার অভিযোগ করেছিলেন, কোন লাভ হয়নি। সম্পাদনা : মোহাম্মদ রকিব