ইমরুল শাহেদ: [২] রেড ক্রসের জেনেভাভিত্তিক সংস্থা থেকে বুধবার বলা হয়েছে, যে পাঁচ লাখ ১৫ হাজার লোকের তথ্য চুরি হয়েছে তাদের মধ্যে রয়েছেন- কলহের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন, অভিবাসী, দুর্যোগের কারণে পরিবার বিচ্ছিন্ন, নিখোঁজ ব্যক্তি ও তাদের পরিবার এবং ডিটেনশনে থাকা লোকজন। এবিপি
[৩] বিশ্বের ৬০টি রেড ক্রস ও রেড ক্রিসেন্ট অধ্যায়ের অন্তর্ভুক্ত ছিল এসব তথ্য। [৪] ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেড ক্রসের মহাপরিচালক রোবার্ট মার্ডিনি বলেছেন, ‘এতে ভুক্তভোগীদের যন্ত্রণা বেড়ে যাবে এবং তাদের প্রাণ রক্ষা কঠিন হয়ে পড়বে।’
[৫] সংস্থাটির মুখপাত্র ক্রাইস্টল ওয়েলস বলেছেন, কমিটি নিশ্চিত করে বলতে পারছে না, তথ্য চুরি হয়েছে কিনা। ‘আমরা সেটা মনে করছি। তারা আমাদের সিস্টেমের মধ্যেই আছে। সুতরাং তারা এখানে হানা দিতেই পারে।’ সম্পাদনা : মোহাম্মদ রকিব