ইমরুল শাহেদ: [২] ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনী যে গণহত্যা চালিয়েছে তা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করেছে আফ্রিকান দেশ গাম্বিয়া। ইরাবতি
[৩] এই শুনানি ‘গ্রেট হল অব জাস্টিস’-এ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের ২১, ২৩, ২৫ ও ২৮ তারিখে। বুধবার আদালত সূত্র জানিয়েছে, সংশ্লিষ্টরা দুই ভাবে এই শুনানি অনুষ্ঠানে যোগ দেবেন। মৌখিকভাবে কথা বলার জন্য কয়েকজন আদালতে উপস্থিত থাকবেন। কয়েকজন ভিডিও লিংকের মাধ্যমে আদালতের কাজ সম্পন্ন করবেন।
[৪] জান্তা প্রতিনিধি এবং গাম্বিয়ার প্রতিনিধিরা সশরীরে উপস্থিত থাকতে পারেন। চাইলে ভিডিও লিংকের মাধ্যমেও কথা বলতে পারবেন।
[৫] আলোচ্য অঞ্চলে সেনা অভিযানে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব