ইমরুল শাহেদ: [২] নির্বাচনে প্রতিদ্বন্দ্বি একটি প্যানেলের একজন মুখপাত্র বলেছেন, পপির সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। ভোট দিতে আসবেন না পপি। তবে তিনি ভিন্নভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। [৩] ভিন্নভাবে বলতে কী বোঝাচ্ছেন, জানতে চাওয়া হলে তিনি বলেন, ভোটারদের উদ্দেশ্যে তিনি লিখিত কিছু পাঠাতে পারেন। অথবা এখনকার সময় ডিজিটাল। একটি ভিডিও পাঠাতে পারেন। তবে তিনি ভোটারদের উদ্দেশ্যে কথা বলবেন।
[৪] বর্তমানে পপিকে নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তিনি বিয়ে করেছেন, কন্যা সন্তানের মা হয়েছেন ইত্যাদি। তবে তার কন্যার নাম কি সেটাও কারো জানা নেই। [৫] পপির অসমাপ্ত কাজ নিয়েও কেউ এখন আর মাথা ঘামাচ্ছেন না। তার একজন প্রযোজক বলেছেন, পপির কাজ অন্য কাউকে দিয়ে শেষ করে ফেলবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব