শাহানুজ্জামান টিটু: [৩] স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্র ব্যানারে চেয়ারম্যান পদে রাজশাহী বিভাগে ২৬ জন বিজয়ী হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ জয় এসেছে রংপুর বিভাগে, ১৮ জন। ঢাকা বিভাগে বিএনপির ১৭ নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম ও সিলেটে এই সংখ্যা ১৩ জন করে। এছাড়া ছয়জন আছেন ময়মনসিংহে, চারজন খুলনায় এবং বরিশালে একজন।
[৪] তৃতীয় ধাপে ৯৬টি ইউনিয়ন পরিষদের পর চতুর্থ ধাপেও ৯৮টি ইউনিয়নে জিতেছেন বিএনপির নেতারা। সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪ প্রার্থী জয় পেয়েছেন।
[৫ বিজয়ী কোনো নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়নি বিএনপি। দলের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলু বলেন, অবাধ নিরপেক্ষ নির্দলীয় ও সুষ্ঠু নির্বাচন হলে আমরা ৬০-৬৫ ভাগ এলাকায় বিশাল ব্যবধানে বিজয়ী হব। দলীয় প্রতীক ছাড়াও আমাদের প্রার্থীরা বিভিন্ন এলাকায় বিজয়ী হয়েছেন। এতে তো দলের সন্তুষ্টি প্রকাশ করা উচিত। সম্পাদনা: সালেহ্ বিপ্লব