
প্রকাশিত: Tue, Mar 21, 2023 3:51 PM আপডেট: Wed, May 14, 2025 1:38 AM
কী আশ্চর্য ভারতবর্ষ, কী আশ্চর্য এই বাংলা!
স্বকৃত নোমান : কী আশ্চর্য ভারতবর্ষ। কী আশ্চর্য এই বাংলা! এখানকার দর্শন কেবল মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেনি। প্রকৃতির আর সব প্রাণীকেও দিয়েছে সমান গুরুত্ব। সর্বপ্রাণের অধিকার প্রশ্নে গোটা পৃথিবীবাসী মানুষের সচেতনতা এলো এই তো মাত্র সেদিন। অথচ ইতিহাসপূর্বকাল থেকে বাংলা-ভারতে দেবতারূপে পূজিত হচ্ছে হনুমান। কৃষিজীবী মানুষের প্রথম সঙ্গী গরুকে দিয়েছে মায়ের মর্যাদা। সাপের মতো শত্রুও পূজিত হয় মনসা নামে। দেবতাদের বাহন বানিয়ে ময়ূর, পেঁচা, কাক, সিংহ, কুমির, হরিণ, ইঁদুর প্রভৃতি প্রাণীকে করেছে মহিমান্বিত।
এই দেশের দর্শন নদীকেও প্রাণবান স্বীকার করে। সে কারণেই নদী পূজিত হয় গঙ্গা নামে। বৃক্ষেরও প্রাণ আছে। সে কারণেই এখানকার মানুষ মহীরূহের সামনে নতজানু হয়, তার ডালে বাঁধে লাল সুতা। পশ্চিম তো গ্রহ আবিষ্কার করল সেদিন। অথচ ভারতবর্ষ বহু বহু শতাব্দী আগে গ্রহসমূহের নামকরণ করে সেগুলোতে একজন করে দেবতাও বসিয়ে দিয়েছে।যে কারণেই বলুন না কেন, সেলুকাসকে সত্যি কথাটাই বলেছিলেন আলেকজান্ডার, ‘কী বিচিত্র এই দেশ!’ লেখক: কথাসাহিত্যিক
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
