প্রকাশিত: Fri, May 19, 2023 4:41 AM
আপডেট: Fri, May 9, 2025 10:18 PM

কেএফসির প্রতিষ্ঠাতার সাফল্য রহস্য

মোখলেস রহমান : মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান। ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন। ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরি হারিয়ে ছিলেন। ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। ১৯ বছর বয়সে তিনি বাবা হন। ২০ বছর বয়সে তাঁর স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সঙ্গে। তিনি সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন। ইনস্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পাননি। নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন। চাকরি নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেননি। 

অবশেষে এক ক্যাফেতে রাঁধুনীর চাকরি নেন। ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন। অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন। তাঁর কাছে মনে হয়েছিলো জীবন মূল্যহীন। আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর একটি গাছের নিচে বসে জীবনে কী কী অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন। তখন তাঁর কাছে মনে হলো জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে। আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন, তা হলো রন্ধনশিল্প।

তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগি কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন। এরপর কবহঃঁপশু তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন। জন্ম নিল কঊঘঞটঈণ ঋজওঊউ ঈঐওঈকঊঘ তথা কঋঈ...৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে ঈড়ষড়হবষ ঝধহফবৎং বিলিয়নার বনে গিয়েছিলেন। স্মরণীয় হয়ে আছেন কেএফসির প্রতিষ্ঠাতা হিসেবে। তাই, হতাশ হবার কিছু নেই। আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিয়নার হবার, শুধু চেষ্টাটি প্রয়োজন। হতাশ না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যেতে হবে। দেরিতে হলেও,  সাফল্য আসবেই। ফেসবুক থেকে