প্রকাশিত: Fri, May 19, 2023 4:46 AM
আপডেট: Fri, May 9, 2025 10:13 PM

মানসিক স্বাস্থ্য, ফ্রয়েড এবং মনোঃবিশ্লেষণ

আহসান হাবিব : আপনি যখন কারও মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করবেন, তখন সে আপনার বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে। ধরুন আপনি ইতিহাস নিয়ে বললেন সে একজন হিস্টেরিক, সঙ্গে সঙ্গে সে মারমুখী হয়ে উঠতে পারে। হয়তো সে জানে না হিস্টেরিক বলতে আসলে কী বুঝায়। আর যদি তাকে সাইকোটিক বলে ফেলেন, তাহলে তো রক্ষা নেই, আপনাকে আঘাত করে বসতে পারে। তাই ফ্রয়েড যখন তার বিখ্যাত মনঃবিশ্লেষণ বিষয়ে কাজ শুরু করলেন, তখন তিনি দেখতে পেলেন যে তার শত্রু গজিয়ে উঠছে। কেননা মনঃবিশ্লেষণ মানুষের মনের সত্যকে চোখের সামনে মেলে ধরে। যারা ধর্মান্ধ, তারা ঠিকই বিশ্বাস করে যে চাঁদ দ্বিখণ্ডিত কিংবা সেখানে সাইদীর মুখ দেখা গেছে, এটা নিয়ে আপনি যদি বলেন এটা সাইকোটিক রোগের লক্ষণ, ধর্মান্ধরা আপনাকে তেড়ে আসবে, আপনাকে নাস্তিক বানিয়ে ছাড়বে।

যারা নিজের যেকোনো কাজ কিংবা ধর্মকে সেরা বলে দাবি করে, তাহলে তার অবসেসিভ ডিজঅর্ডার আছে, কিন্তু একথা বললে আপনার গালমন্দ কিংবা খুনও হতে পারেন। ফেসবুকে একধরনের মানুষ তার পছন্দের নয়, রাজনৈতিক কিংবা আদর্শিক বা অন্য কোনো কারণে, তাদের যেকোনো কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আবার তার সঙ্গে মতের মিল থাকলে তার প্রশংসায় মেতে উঠছে। ধরুন, এখন ইজরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, যদি কেউ এটা নিয়ে মুসলিম বিশ্বের অনৈক্য নিয়ে প্রশ্ন তোলে, তাহলে আপনাকে সে ইহুদী-দালাল বলবে এবং আপনি যদি ইহুদীদের গালমন্দ করেন সে খুব খুশি হবে। এই দলের মানুষেরা সব সময় চায় সকলেই তার পক্ষে থাকুক। আপনি তখন যদি তাকে মানসিক রোগী বলেন, সে আপনাকে তেড়ে আসবে। এইসব মানুষ নিয়ে আমাদের পৃথিবী। প্রতিটি মানুষই কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত...। লেখক : ঔপন্যাসিক