প্রকাশিত: Tue, May 28, 2024 3:34 PM
আপডেট: Wed, Jul 2, 2025 3:19 AM

আর কতোদিন সংবাদ চ্যানেলগুলো নেতিবাচক খবরের উপরেই বেঁচে থাকবে!

স্বপন ভট্টাচার্য্য

সাতাশ মে সকাল থেকেই লক্ষ করছি যে, বিভিন্ন সংবাদ চ্যানেলের সঞ্চালকরা যারপরনাই মুষড়ে পড়েছেন। রেমালের আগমনের খবর পাওয়া মাত্র এসব সংবাদের চ্যানেলগুলো তাদের টিআরপি বাড়াবার জন্য নানাভাবে সেজে উঠেছিল। তারা তাদের সাংবাদিক কর্মচারীদের চূড়ান্ত বিপদের মুখে ঠেলে দিয়েছিলো। উদ্দেশ্য ছিলো যে অন্যান্য চ্যানেলগুলোর চেয়ে অনেক আগে মানুষের ক্ষয়ক্ষতি এবং মৃত্যুসংবাদ প্রচার করা। তবেই না তাদের টিআরপি বাড়বে। কিন্তু তেমন কোনও জীবনহানির খবর তো দেওয়া যাচ্ছে না (এখন পর্যন্ত দুজনের মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছে)। তাই এখন রাস্তায় জল জমে রয়েছে বা মেট্রো চলাচল প্রায় বন্ধ বা লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক নয়, এই খবরগুলোই পরিবেশিত হচ্ছে। 

আশঙ্কা মতো রেমাল পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে সেভাবে আছড়ে না পড়ায় এবং তাদের জীবন-সম্পত্তির তেমন কোনও ক্ষতি না হওয়ায় সাধারণ মানুষ হাঁফ ছেড়ে বাচলেও চ্যানেলের কর্তৃপক্ষ তাদের চ্যানেলের টিআরপি সেভাবে না বাড়ায় অত্যন্ত দুঃখিত বলে মনে হলো! 

এমনকি কয়েকদিন ধরে এদের প্রচার সাধারণ মানুষের একাংশকেও এতটাই প্রভাবিত করে ফেলেছিল যে কয়েকজন ফেসবুকেও পোস্ট দিয়ে বললেন যে কোথায়, তেমন তো কিছুই হলো না। আর কতোদিন এই সংবাদ চ্যানেলগুলো নেতিবাচক খবরের উপরেই বেঁচে থাকবে, এটাই লাখ টাকার প্রশ্ন। ২৭-৫-২৪। ফেসবুক থেকে