প্রকাশিত: Sat, Jun 1, 2024 3:46 PM
আপডেট: Wed, Jul 2, 2025 1:07 AM

আজরাইল নেই কুরআনে!

মাসদ রানা

ফেইসবুকের একটি ভিডিও পৌস্টিংয়ে শুনলাম এক ইসলামী বক্তা বলছেন, তাঁর পীরের মুরিদদের মৃত্যুর আগে আজরাইল নাকি পীর সাহেবের অনুমতি নেন। তাই, মুরিদের মৃত্যুর আগেই পীর সাহেব খবর পেয়ে যান। বলার অপেক্ষা রাখে না যে, ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে ঐ পীর সাহেবের প্রতিনিধির দাবীটি সাংঘাতিকভাবে সাংঘর্ষিক। সন্দেহ নেই, মুসলমানদের কাছে আজরাইল একটি ভীতকর নাম। ইসলামী বক্তারা দিন-রাত আজরাইলের ভয় দেখান বিশ্বাসীদের। কিন্তু কুরআনের কোথাও, কোনো সুরাতে আজরাইল নামের কোনো উল্লেখ নেই। আমি কুরআন বিশেষজ্ঞ কিংবা ইসলাম বিশেষজ্ঞ নই, তবে নানা ধর্মের গ্রন্থ ও তাদের অন্তর্গত অর্থ বুঝার আন্তরিক চেষ্টা করি।

কারণ, এগুলো মানব জাতির ঐতিহাসিক অমূল্য সম্পদ, এবং মানব সভ্যতার বিকাশের ধারাবাহিকতা অনুধাবনের জন্য এগুলোর পাঠ ও বোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাহোক, কুরআনে আজরাইল নাম নেই মানে এই নয় যে, গ্রন্থটিতে মৃত্যুর কথা নেই অবশ্যই আছে। মৃত্যুর দূতের কথাও আছে। যেমন, কুরআনের সুরা আস-সাজদাহর ১১ নং আয়াতে আছে, যার বাংলা ট্র্যান্সলিটারেশন হচ্ছে, কুল ইয়াতাওয়াফফাকুম মালাকু আলমাউতি আল্লাহযি উককিলা বিকুম সুম্মাহ ঈলা রাব্বিকুম তুরযাঊন। অর্থাৎ, বলো, তোমার আত্মা নিয়ে যাবে মৃত্যুর দূত যাকে তোমার দায়িত্ব দেওয়া হয়েছে যে অতঃপর তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে তোমার প্রভূর কাছে। লক্ষ করুন, আয়তটিতে আজরাইল শব্দটি নেই। কী আছে তবে? ওখানে আছে মালাকু আলমাউতি, অর্থাৎ মৃত্যুর দূত।  প্রশ্ন আসা স্বাভবিক যে, কুরআনে যদি আজরাইল নামের উল্লেখ না থাকে, এই শব্দটি এলো কোথা থেকে? আজরাইলের নাম বাইবেল কিংরা তোরাহ?তেও নেই। আজরাইল আরবি শব্দ নয়।

এটি হিব্রু শব্দ। এটি ইহুদিদের মিস্টিক গ্রন্থাদিতে আছে। শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে হেল্প অফ গড এবং এঞ্জেল অফ গড। সতর্কতাঃ আজরাইল বিষয়ে যারা আমায় জ্ঞান দিতে মন্তব্য করবেন, তারা যদি আমার কথায় ভুল নির্দেশ করতে চান, দয়াকরে যথাযথভাবে কৌট করে তা নির্দেশ করুন। আমি সম্মানের সাথে সে-সংশোধনীকে স্বাগত জানাবো। কিন্তু আমি যা বলিনি, তা আমার মুখে ঠেসে দেবেন না, কিংবা মনের মতো অর্থ করবেন না। প্রশ্ন থাকলে প্রশ্ন করুন।২৯/০৫/২০২৪ লণ্ডন, ইংল্যাণ্ড