প্রকাশিত: Mon, Mar 20, 2023 4:20 PM
আপডেট: Wed, May 14, 2025 4:38 AM

মে মাসে ১২৬০ কোটি টাকা না পেলে ইভিএমে ভোটগ্রগণ বন্ধ: ইসি আনিছুর

এম এম লিংকন: নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম ) মেরামত বাবদ ১২৬০ কোটি টাকা পাওয়া যাবে কি না তা নিশ্চিত হতে মঙ্গলবার একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে জাতীয় নির্বাচনে এই মেশিন ব্যবহার নিয়ে এখনও অন্ধকারে আছি আমরা। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

এই চিঠি পাঠানোর উদ্দেশ্য জানতে চাইলে তিনি বলেন, টাকার নিশ্চয়তা আমরা এখনো পাইনি। এই অর্থবছরে অর্ধেক, পরের অর্থবছরে বাকি অর্ধেক- এরকম একটা প্রস্তাব আমরা পাঠাচ্ছি। যদি অর্থ বিভাগ টাকা সংস্থান করে তাহলে আমরা ইভিএমের বিষয়ে সিদ্ধান্তে উপনীত হব। অন্যথায় যদি টাকা না পাওয়া যায়, তাতেও আমাদের সিদ্ধান্তে আসতে হবে যে কী করব। ব্যালটে কতটা করব বা ইভিএমে আদৌ করবো কি না। সবটাই নির্ভর করবে অর্থপ্রাপ্তির ওপর।

কবে নাগাদ এই সিদ্ধান্ত নিতে পারবেন- এমন প্রশ্নে এই কমিশনার বলেন, আমরা তো অনির্দিষ্ট সময় পর্যন্ত বসে থাকতে পারব না। যদি টাকা হাতে পাই, সেক্ষেত্রে ইভিএম প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) বলেছে যে, তাদের ছয় মাস সময় দিতে হবে মেরামত করার জন্য। কাজেই আমরা তো মনে করি এখনই হাই টাইম।

এই কমিশনার আরও বলেন, ছয় মাস সময়ের পরে টাকা দিলে তো আমাদের লাভ হবে না। কারণ এক লাখ ১০ হাজার মেশিন যদি আমরা ব্যবহারযোগ্য করতে পারি, তাহলে ৭০-৮০ যে সংখ্যাটা (আসন) হয়, আমরা যেতে পারব। না হলে তো পারব না। করব কি না, তা পরে সিদ্ধান্ত নেব। আশা করছি, হয়তো টাকার ব্যবস্থা করবে সরকার। 

আনিছুর রহমান বলেন, এখনো সরকার তো পুরোপুরি না করেনি। আমরা এটুকু ইঙ্গিত পেয়েছিলাম, যে টাকার একটা ব্যবস্থা হবে। সেজন্যই সর্বশেষ একটা চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব